Mountain View

৭ মার্চকে জাতীয় দিবস ঘোষণার দাবি

প্রকাশিতঃ নভেম্বর ২৫, ২০১৭ at ৮:৫৯ পূর্বাহ্ণ

=

৭ মার্চকে জাতীয় দিবস ঘোষণা এবং বঙ্গবন্ধুর বিশ্ব নন্দিত ভাষণ স্কুল-কলেজের পাঠ্যপুস্তকে অন্তর্ভূক্তির দাবি জানিয়েছে স্কুল-কলেজে অধ্যয়নরত শিক্ষার্থী অভিভাবকদের সংগঠন অভিভাবক ঐক্য ফোরাম।

শুক্রবার (২৪ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে এ দাবি জানায় তারা। এতে সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি মুক্তিযোদ্ধা জিয়াউল কবির দুলু।

মানববন্দনে বক্তব্য রাখেন শিক্ষা গবেষণা ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক সিদ্দিকুর রহমান, বাংলাদেশ কৃষি ব্যাংকের চেয়ারম্যান মো. ইসমাইল, ঢাকার সাবেক সিএমএম আব্দুল মজিদ মিয়া, বিশিষ্ট আইনজীবী ড. ইউনুস আলী আখন্দ, মাইলস্টোন স্কুলের অভিভাবক ড.এম.এ সোবহান, মতিঝিল আইডিয়ালের অভিভাবক শওকতুল আলম, ভিকারুন নেসার অভিভাবক দিলারা চৌধুরী, বিডিআর স্কুলের অভিভাবক এড. মো. সেলিম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ফোরামের সাধারণ সম্পাদক মো. সেলিম উদ্দিন।
-বিডিপ্রতিদিন

এ সম্পর্কিত আরও