A huge collection of 3400+ free website templates JAR theme com WP themes and more at the biggest community-driven free web design site
প্রচ্ছদ / বিনোদন / ‘সোনা চরিত্রটি অনেক মিস করবো’

‘সোনা চরিত্রটি অনেক মিস করবো’

আর মাত্র কয়েক ঘণ্টা এরপরই মুক্তি পাতে যাচ্ছে চলতি বছরের বর্তমান সময়ের জনপ্রিয় নায়িকা পরীমনি অভিনীত ‘অন্তর জ্বালা’ ছবিটি। বাংলা চলচ্চিত্রের সবার প্রিয় প্রয়াত নায়ক মান্নার এক ভক্তকে নিয়ে ছবিটি নির্মাণ করেছেন ‘এই ঘর এই সংসার’ খ্যাত পরিচালক মালেক আফসারি।

মুক্তি উপলক্ষে বেশ জোরে শোরেই চলছে প্রচারনার কাজ। রাস্তার মোড়ে বড় বড় টিভি গুলোতে চলছে ছবির ট্রেলার। পাশাপাশি ঘোড়ার গাড়ি দিয়েও চলছে ছবির প্রচারণার কাজ।

ছবিটি নিয়ে পরীমনির সাথে কথা হলে তিনি  বলেন, ‘আমি বলতে চাই- আমি এই ছবির নায়িকা না, আমি এই ছবির একজন অভিনয় শিল্পী। এই ছবির অনেকগুলো পার্ট আছে। একটা পার্টে আমি আছি। আর এই পার্টের ঘোর আমি পুরো ছবিতেই লাগিয়ে রাখতে চেয়েছি। আমার বিশ্বাস আমি সেটা পেরেছি। ১৫ ডিসেম্বর থেকে দর্শক দেখবেন সোনামনিকে। আশা করি, তাদের মনে স্থান করে নিবে চরিত্রটি।’

তিনি আরো বলেন, ‘ছবিতে আমার চরিত্রের নাম সোনা। আর এই সোনা চরিত্রটি আমি অনেক মিস করবো। কেন মিস করবো তা জানতে হলে অপেক্ষায় থাকতে হবে ১৫ ডিসেম্বর পর্যন্ত।’

এরইমধ্যে ‘অন্তর জ্বালা’ ছবিটি রেকর্ড গড়েছে। কেননা ‘অন্তরজ্বালা’ মুক্তি পেতে যাচ্ছে ১৭৫টি সিনেমা হলে। হল সংখ্যা আরো বাড়তে পারে, জানিয়েছেন পরিচালক মালেক আফসারী নিজেই।

নাসির উদ্দিন প্রযোজিত জেড কে মুভিজ পরিবেশিত ‘অন্তর জ্বালা’ সিনেমার শুটিং পিরোজপুর সহ দেশের বিভিন্ন লোকেশনে চিত্রায়িত হয়েছে। এ সিনেমায় জায়েদ খান-পরীমনি ছাড়াও আরো অভিনয় করেছেন- নবাগত জয় চৌধুরী, মৌমিতা মৌ, মিজু আহমেদ, সাঙ্কু পাঞ্জা, রেহেনা জলি ও বড়দা মিঠু।

এ সম্পর্কিত আরও

Check Also

অন্তর্জালে ঝড় তুলেছেন ‘অন্য’ মিথিলা!

বিনোদন ডেস্ক,বিডি টোয়েন্টিফোর টাইমসঃ তিনি অলরাউন্ডার। সংসার থেকে শুর করে অফিস। মডেলিংম অভিনয় থেকে শুরু …