Mountain View

সেই স্লিপ এই স্লিপ, সেই মুজারাবানি এই মুজারাবানি

প্রকাশিতঃ জানুয়ারি ১৭, ২০১৮ at ১২:৩৮ অপরাহ্ণ


সময়টা ২০১৫। নভেম্বর। জিম্বাবুয়ের শেষ ব্যাটসম্যান টউরাই মুজারাবানি ব্যাটিংয়ে।

বোলিংয়ে মুস্তাফিজ। স্লিপ-কর্ডনে দাঁড়িয়ে গেলেন সাতজন ফিল্ডার! মুজারাবানির উইকেটটা অবশ্য নিয়েছিলেন আরাফাত সানি।

২০১৮। জানুয়ারি। জিম্বাবুয়ের ৪ উইকেট নেই, ব্যাটসম্যান ম্যালকম ওয়ালার। বোলার মুস্তাফিজ। এবার স্লিপ পজিশনে তিনজন, গালিতে দুইজন। এই ফিল্ড-সেটিংটাও বেশিক্ষণ স্থায়ী হলো না অবশ্য।

তবে সেদিনের মতো আজও জিম্বাবুয়ের শেষ ব্যাটসম্যান ছিলেন আরেক মুজারাবানি। ব্লেসিং মুজারাবানি। যার উইকেট আবার নিলেন মুস্তাফিজই!

এ সম্পর্কিত আরও

আপনিও লিখুন .. ফিচার কিংবা মতামত বিভাগে লেখা পাঠান [email protected] এই ইমেইল ঠিকানায়
সারাদেশ বিভাগে সংবাদকর্মী নেয়া হচ্ছে। আজই যোগাযোগ করুন আমাদের অফিশিয়াল ফেসবুকের ইনবক্সে।