Mountain View

রোহিঙ্গা ক্যাম্পে জাতিসংঘের বিশেষ দূত

প্রকাশিতঃ জানুয়ারি ২০, ২০১৮ at ১:০৬ অপরাহ্ণ


কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থার বিশেষ দূত ইয়াংহি লি। শনিবার (২০ জানুয়ারি) সকালে টেকনাফের দমদমিয়া রোহিঙ্গা ক্যাম্প ঘুরে দেখেন তিনি। পরে টেকনাফ নেচার পার্কে রোহিঙ্গা প্রতিনিধিদের সাথে কথা বলেন ইয়াং হি লি।

এসময় তিনি নির্যাতিত মানুষদের কাছ থেকে তাদের কষ্টের কথা শোনেন। লি’র সাথে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা-আইওএম ও ক্যাম্পে নিয়োজিত দাতা সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দুপুরে তার নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের কথা রয়েছে। পালিয়ে আসা রোহিঙ্গাদের সার্বিক পরিস্থিতি দেখতে এবার ৭ দিনের বাংলাদেশ সফরে এসেছেন বিশেষ দূত ইয়াংহি লি।

এ সম্পর্কিত আরও

আপনিও লিখুন .. ফিচার কিংবা মতামত বিভাগে লেখা পাঠান [email protected] এই ইমেইল ঠিকানায়
সারাদেশ বিভাগে সংবাদকর্মী নেয়া হচ্ছে। আজই যোগাযোগ করুন আমাদের অফিশিয়াল ফেসবুকের ইনবক্সে।