Mountain View

সিলেটে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩

প্রকাশিতঃ জানুয়ারি ২২, ২০১৮ at ১০:২৪ পূর্বাহ্ণ

সিলেটের দক্ষিণ সুরমা এলাকায় বাস-ট্রাক সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো কয়েকজন।

সোমবার সকাল ৭টার দিকে রশিদপুর সাতমাইলে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন-আবু বক্কর, আকবর আলী এবং আব্দুল জফুর।
দক্ষিণ সুরমা থানার ওসি খায়রুল ফজল দুর্ঘটনার বিষয়টি জানিয়েছেন।

স্থানীয়রা জানান, টঙ্গীর বিশ্ব ইজতেমা থেকে একটি বাসে সুনামগঞ্জে ফেরত আসছিল। এতে ৩০ মুসল্লি ছিলেন। সকালে বাসটি ঢাকা-সিলেট মহাসড়কের সাতমাইলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান।

তাৎক্ষণিকভাবে আহতদের নাম জানা যায়নি। আহতদের সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে।

এ সম্পর্কিত আরও

আপনিও লিখুন .. ফিচার কিংবা মতামত বিভাগে লেখা পাঠান [email protected] এই ইমেইল ঠিকানায়
সারাদেশ বিভাগে সংবাদকর্মী নেয়া হচ্ছে। আজই যোগাযোগ করুন আমাদের অফিশিয়াল ফেসবুকের ইনবক্সে।