Mountain View

বিয়ে বাড়িতে জয়ার নাচ, ভিডিও ভাইরাল

প্রকাশিতঃ ফেব্রুয়ারি ২৪, ২০১৮ at ৬:৪৭ অপরাহ্ণ

গত এপ্রিলে ৬৯তম জন্মদিন উদযাপন করলেন।বয়স হয়েছে, কিন্তু তাতে উত্সাহে এতটুকু ভাটা পড়েনি জয়া বচ্চনের। সম্প্রতি তার প্রমাণ দিলেন একটি বিয়েবাড়িতে সমবয়সীদের সঙ্গে সমান তালে নেচে।আর তাঁর নাচের সেই ভিডিও আপাতত সোশ্যাল দর্শকদের পছন্দের তালিকার শীর্ষে।
অভিনেতা মোহিত মারওয়ার বিয়েতে গিয়েছেন বলিউডের প্রথম সারির সব তারকা। বচ্চন পরিবারের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অমিতাভ বচ্চন, অভিষেক, ঐশ্বরিয়া এবং শ্বেতার সঙ্গে উপস্থিত ছিলেন জয়াও।
মোহিতের বিয়ের পার্টিতেই ‘গোরিয়া চুরা না মেরা জিয়া’ গানের সঙ্গে নাচলেন জয়া। সেই ভিডিও দেখে ওয়েব মিডিয়ায় জয়ার এনার্জির প্রশংসা করছেন বলিউডের বড় অংশ।

এ সম্পর্কিত আরও

আপনিও লিখুন .. ফিচার কিংবা মতামত বিভাগে লেখা পাঠান [email protected] এই ইমেইল ঠিকানায়
সারাদেশ বিভাগে সংবাদকর্মী নেয়া হচ্ছে। আজই যোগাযোগ করুন আমাদের অফিশিয়াল ফেসবুকের ইনবক্সে।