টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় বলে দিয়েছেন। ভারতের হয়ে ওয়ানডে আর টেস্ট ক্রিকেটে খেলা ছাড়ার ব্যাপারে এখনো কিছু জানাননি, এই দুই সংস্করণ থেকে তাঁর অবসরের আলোচনাও কখনো ওঠেনি। খেলা চালিয়ে যাবেন বলেই তাই ধারণা সবার।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে পুরোপুরি অবসরের আগেই আজ রাজনীতিতে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন ভারতের অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সদস্য হিসেবে নিবন্ধন করিয়েছেন আজ।
টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এই মাসে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়েই প্রথমবার মাঠে নামতে যাচ্ছেন জাদেজা। তার আগে ক্যারিয়ারের নতুন একটি দিক খুঁজে নিয়েছেন জাদেজা।
জাদেজার স্ত্রী রিভাবা জাদেজা গুজরাটের জামনগরে বিজেপি থেকে নির্বাচিত বিধায়ক। ভারতীয় এই ক্রিকেটারের বিজেপিতে যোগদানের বিষয়টি তাঁর স্ত্রী রিভাবা নিশ্চিত করেছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক টুইট বার্তায় রিভাবা নিজের এবং স্বামী রবীন্দ্র জাদেজার মেম্বারশিপ কার্ডের ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন ‘সদস্যতা অভিযান।’
২০১৯ সালে রিভাবা বিজেপিতে যোগ দিয়েছিলেন। ২০২২ সালে জামনগর বিধানসভা আসনে রিভাবা আম আদমি পার্টির প্রার্থী কর্শনভাই কারমুরকে হারিয়ে বিজয়ী হয়েছিলেন। তবে কি স্ত্রীর মতো জাদেজাও বিজেপি সদস্য হওয়ার পর আগামীতে নির্বাচনের পথে হাঁটবেন?