ছাত্রদল সভাপতির গুদাম থেকে ১৭ লাখ টাকার অবৈধ মালামাল উদ্ধার

নেত্রকোনার কলমাকান্দায় ইউনিয়ন ছাত্রদলের সভাপতি এরশাদূর রহমান বিদ্যুতের গুদাম থেকে যৌথ বাহিনী অভিযান চালিয়ে কম্বল ও সিগারেটসহ ১৭ লাখ ৪৭ হাজার ৫ শত টাকার মালামাল উদ্ধার হয়েছে।

মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২ টায় প্রেস রিলিজের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন নেত্রকোনা জেলায় দায়িত্বরত ৮ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মেজর জিসানুল।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী উপজেলার রংছাতি ইউনিয়নের মুন্সিপুর গ্রামের ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ এরশাদূর রহমান বিদুৎ গুদামে অভিযান চালিয়ে এসব মালামাল উদ্ধার করা হয়। গুদামে কম্বল ছাড়াও সিগারেটের ফিল্টার মোড়ানো খালি সিগারেট উদ্ধার করা হয়েছে।

প্রেস রিলিজে জানান, মঙ্গলবার(১৭ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে কলমাকান্দা ক্যাম্প হতে ক্যাপ্টেন মোঃ আসিফ প্রামানিক নুহাস এর নেতৃত্বে (সেনাবাহিনী ও পুলিশের) যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কলমাকান্দার রংছাতি ইউনিয়নের মুন্সিপুর গ্রামের একটি গুদাম থেকে মোট ৩৩১টি কম্বল (ডাবল -২২১ টি এবং সিংগেল-১১০ টি) ও ১ লাখ ৪০ হাজার পিস সিগারেটের ফিল্টার জব্দ করা হয়। জব্দকৃত কম্বল ও সিগারেটের ফিল্টারের আনুমানিক মূল্য ১৭ লাখ ৪৮ হাজার ৫শত টাকা। তবে অভিযানের সময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে গুদাম থেকে চোরাকারবারীরা পালিয়ে যায়। ফলে কাউকে আটক করতে পারেনি যৌথ বাহিনী।

নেত্রকোণা সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পের মেজর জিসানুল হায়দার জানান, জব্দকৃত অবৈধ কম্বল এবং সিগারেট এর ফিল্টার ৩১ বিজিবির নায়েব সুবেদার রিফায়েত উল্লার নিকট হস্তান্তর করা হয়েছে।