দাপুটে জয়ে উয়েফা নেশন্স লিগের যাত্রা শুরু করেছে জার্মানি। শনিবার ডুসেলডর্ফে ‘এ’ লিগের তিন নম্বর গ্রুপের ম্যাচে হাঙ্গেরিকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। প্রথমার্ধে নিকলাস ফুয়েলখুগ দলকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধে একবার করে জালের দেখা পান জামাল মুসিয়ালা, ফ্লোরিয়ান রিটজ, আলেকজান্দার পাভলোভিচ ও কাই হাভার্টজ। সতীর্থদের তিনটি গোলে অবদানও রাখেন মুসিয়ালা। হাভার্টজের দুটি প্রচেষ্টা ক্রসবারে না লাগলে ব্যবধান বাড়তে পারত আরও।
ইউরোর পর গতকাল রাতেই প্রথম মাঠে নামে জার্মানি। তবে ইউরোর সেমিফাইনালের সেই দল এবং এবারের দল ছিল একেবারেই আলাদা। ইউরোর পরপরই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেন ম্যানুয়েল নয়্যার, টনি ক্রুস, টমাস মুলার এবং অধিনায়ক ইলকায় গুন্দোয়ান। তবে তরুণদের নিয়ে গড়া এই জার্মান দল ছিল দুর্দান্ত। ম্যাচে জার্মানির একচেটিয়া দাপটের চিত্র মেলে পরিসংখ্যানেও। গোলের জন্য তারা শট নেয় মোট ২৩টি, যার ৯টি ছিল লক্ষ্যে। আর হাঙ্গেরির ৬ শটের কেবল একটি লক্ষ্যে ছিল।
২৭ মিনিটে নিকলাস ফুয়েলখুগ এগিয়ে দেন জার্মানিকে। গোল শোধ করার জন্য হাঙ্গেরি চেষ্টা করলেও জার্মান রক্ষণ ভাঙতে পারেনি তারা। দ্বিতীয়ার্ধে কোনও ঝুঁকি নিতে চায়নি জার্মানি। আগ্রাসী ফুটবল খেলে জয় নিশ্চিত করার লক্ষ্যে মাঠে নামেন জুলিয়ান নাগেলসম্যানের ছেলেরা। ৫৭ মিনিটে দলের পক্ষে দ্বিতীয় গোল করেন জামাল মুসিয়ালা। ৯ মিনিট পর ৬৬ মিনিটে তৃতীয় গোল করেন ফ্লোরিয়ান রিটজ।
০-৩ ব্যবধানে পিছিয়ে পড়ার পর হাঙ্গেরির ফুটবলারেরা এক রকম হাল ছেড়ে দেন। তাতে অবশ্য জার্মানির আগ্রাসী ফুটবলে কোনও পরিবর্তন হয়নি। ৭৭ মিনিটে দলের হয়ে চতুর্থ গোল আলেকজান্দার পাভলোভিচের। ৮১ মিনিটে পেনাল্টি থেকে জার্মানির হয়ে পঞ্চম গোল করেন কাই হাভার্টজ। চার মিনিট পর হাভার্টজের আরেকটি প্রচেষ্টা গোলরক্ষক ঠেকিয়ে দিলে ব্যবধান আর বাড়েনি।
এই গ্রুপের আরেক ম্যাচে বসনিয়া ও হার্জেগোভিনাকে ৫-২ গোলে হারিয়েছে নেদারল্যান্ডস।