A huge collection of 3400+ free website templates JAR theme com WP themes and more at the biggest community-driven free web design site
প্রচ্ছদ > খেলাধুলা > মামুনুলদের নতুন কোচ মঙ্গলবার ঢাকায় আসছেন
Mountain View

মামুনুলদের নতুন কোচ মঙ্গলবার ঢাকায় আসছেন

2016_07_09_20_25_35_Uvwk9AFeqI6jWGmefnpZ90OkZAlq7P_original

আগামী ৬ সেপ্টেম্বর ভুটানকে স্বাগত জানাবে বাংলাদেশ। পরে ১১ অক্টোবর ভুটানের মাঠে খেলতে যাবেন মামুনুলরা। এই দুটি ম্যাচের ভিত্তিতে এশিয়ান কাপের বাছাই পর্বের প্লে-অফ খেলবে বাংলাদেশ।

আপাতত শুধু এই দুই ম্যাচের জন্য বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন কোচ হিসেবে বেলজিয়ামের টম সেইন্টফিটকে নিয়োগ দেওয়া দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)!

ভুটানের বিপক্ষে পারফরম্যান্স বিবেচনা করেই হয়তো বেলজিয়ান এই কোচের ভবিষ্যৎ নির্ধারণ করবে বাফুফে। আগামী ১২ জুলাই মঙ্গলবার ঢাকায় এসে মামুনুলদের দায়িত্ব বুঝে নেবেন তিনি।

২৫ জুন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সঙ্গে প্রাথমিক কথাবার্তা শেষে দেশে ফিরে গিয়ে কোচ হওয়ার বিষয়ে সম্মতি জ্ঞাপন করেন সেইন্টফিট।

টম সেইন্টফিটের দায়িত্ব বুঝে নেয়ার বিষয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেন, ‘ঢাকায় নামার সঙ্গে সঙ্গে সেইন্টফিটের হাতে জাতীয় দল তুলে দিতে আমরা প্রস্তুত।

১৫ ও ১৭ জুলাই নেপালের বিপক্ষে ঢাকায় দুটি আন্তর্জাতিক ম্যাচে খেলারও চিন্তা-ভাবনা করছি। তবে ক্লাবগুলো খেলোয়াড়দের ছাড়তে রাজি হচ্ছে না। তাদের সঙ্গে কথাবার্তা বলে আমরা এ ব্যাপারে  সিদ্ধান্ত নেব!’

প্রসঙ্গত, তাজিকিস্তানের বিপক্ষে ব্যর্থতার কারণে লোডভিক ডি ক্রুইফ অধ্যায়ের সমাপ্তি ঘটে। আপাতত ডাচ কোচের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন টম সেইন্টফিট। এর আগে টোগো, নামিবিয়া, ইয়েমেন, জিম্বাবুয়ের কোচ হিসেবে সুনাম কুড়িয়েছেন এই বেলজিয়ান।

তাই ভুটানের বিপক্ষে মামুনুলদের নিয়ে ভালো করতে পারলে সেইন্টফিটকে দীর্ঘ মেয়াদের জন্য নিয়োগ দিতে পারে বাফুফে।

এ সম্পর্কিত আরও

Check Also

টেস্টে সাকিব যেখানে সবার চেয়ে সেরা

জুবায়ের আহমেদ: তিনফরম্যাটের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বর্তমান সময়ে পারফরম্যান্স কোন অলরাউন্ডারই সাকিবের ধারে …