A huge collection of 3400+ free website templates JAR theme com WP themes and more at the biggest community-driven free web design site
প্রচ্ছদ > বিনোদন > বিটিভির পর্দায় সেই পুরোনো জুটি
Mountain View

বিটিভির পর্দায় সেই পুরোনো জুটি

BTV

১৯৭৯ সালে নারায়ণ ঘোষ মিতার নির্দেশনায় প্রথম একসঙ্গে একই সিনেমাতে অভিনয় করেন চিত্রনায়ক ফারুক ও চিত্রনায়িকা রোজিনা। সিনেমাটির নাম ‘চোখের মণি’।

এরপর তারা দু’জন নারায়ণ ঘোষ মিতার ‘সুখের সংসার’, ‘সাহেব’, ‘তাসের ঘর’, এইচ আকবরের ‘হাসু আমার হাসু’ , ফখরুল হাসান বৈরাগীর ‘হিসাব চাই’, আওকাত হোসেনের ‘বন্ধু আমার’সহ প্রায় ৫০টিরও বেশি সিনেমাতে অভিনয় করেছেন।

তাদের অভিনীত বেশির ভাগ সিনেমাই ছিল রোমান্টিক গল্পনির্ভর সিনেমা। সেই প্রিয় জুটি ফারুক-রোজিনা এবারের ঈদে নিজেদের জীবনের ছোটবেলার, বড়বেলার ঈদের সময়কার গল্প নিয়ে হাজির হয়েছিলেন বাংলাদেশ টেলিভিশনের দর্শকদের সামনে।

ঈদে বিটিভির আনন্দমেলায় আড্ডা দিয়েছেন ফারুক ও রোজিনা। অনেক দিন পর টিভি পর্দায় একসাথে ফারুক ও রোজিনাকে দেখে এক ধরনের নষ্টালজিয়া ডুবে গিয়েছিলেন টিভি দর্শক।

এ সম্পর্কিত আরও

Check Also

নিজের প্রথম রোজার অভিজ্ঞতা নিয়ে যা বললেন বুবলী!

বিনোদন ডেস্ক,বিডি টোয়েন্টিফোর টাইমসঃ পবিত্র মাহে রমজান মাস শুরু হয়েছে। বিশ্বব্যাপী ধর্মপ্রাণ মুসলমানদের সংযমের মাস …