A huge collection of 3400+ free website templates JAR theme com WP themes and more at the biggest community-driven free web design site
প্রচ্ছদ > লাইফস্টাইল > শুধু খাদ্যগুণ ছাড়াও আনারসের অনেক গুণ
Mountain View

শুধু খাদ্যগুণ ছাড়াও আনারসের অনেক গুণ

Pineapples

আনারস একটি বহুল প্রচলিত রসালো ফল সাধারণত বর্ষাকালীন ফল হলেও এখন প্রায় সারা বছরই পাওয়া যায়। আর এই আনারসে আছে নানা উপকার আনারসে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন এ, সি, ক্যালসিয়াম, ফসফরাস এবং পটাশিয়াম এ ছাড়াও রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার ও ক্যালোরি।

সেই সঙ্গে আনারসে মোটেই কোলেস্টেরল ও ফ্যাট নেই. তাই স্বাস্থ্য সুরক্ষায় এ ফলের জুড়ি নেই। দেখে নিন আনারসের গুণাবলীঃ

১. ব্রণের চিকিৎসায় উপকারী

২. ত্বক সতেজ রাখে. ০৩. ত্বককে ফেটে যাওয়া থেকে রক্ষা করে

৪. নখকে যেমন নরম রাখে তেমনই শক্তিশালী করে

৫. ঠোঁটের স্বাভাবিক কোমলতা রক্ষায় সহায়ক

৬. চুল পড়া কমায় আনারস

৭. মাথার ত্বক ভাল রাখে. খুস্কি কমায়

৮. চুল ঘন করে

৯. ঠান্ডা লাগা, সর্দি, কাশি থেকে রক্ষা করে

১০. হাড় শক্ত করে. গাঁটের ব্যথায় উপকারী

১১. শরীরে প্রতিরোধ শক্তি বাড়ায়

১২. হার্ট ভাল রাখে, হজমের জন্যেও উপকারী।

এ সম্পর্কিত আরও

Check Also

রমজানে ডায়াবেটিস রোগীদের জন্য সাধারণ কিছু নির্দেশনা

আগামী কাল শুক্রবার থেকে শুরু হবে সংযমের মাস পবিত্র মাহে রমজান। মুসলিম জাহানের জন্য এ …

Leave a Reply