A huge collection of 3400+ free website templates JAR theme com WP themes and more at the biggest community-driven free web design site
প্রচ্ছদ > খেলাধুলা > মেসির অনুপ্রেরনা নিয়ে অলিম্পিকে নামছেন নেইমার
Mountain View

মেসির অনুপ্রেরনা নিয়ে অলিম্পিকে নামছেন নেইমার

messi


আগামী ৪ আগস্ট রিও অলিম্পিকের পর্দা উঠবে। ঘরের মাটিতে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের সামনে বহুল কাঙ্ক্ষিত গোল্ড জয়ের চ্যালেঞ্জ। সন্দেহাতীতভাবেই নেইমারের ওপর ব্রাজিলের ভাগ্য নির্ভর করছে! যদি সেটিই হয় তবুও এতে কোনো সমস্যা দেখছেন না বার্সেলোনা তারকা।

নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে ব্রাজিল। বৃহস্পতিবার (৪ আগস্ট) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় খেলা শুরু হবে। ‘এ’ গ্রুপের বাকি দুই দল ইরাক ও ডেনমার্ক।

লিওনেল মেসির ওপর বার্সেলোনার অতি নির্ভরশীলতা প্রশ্নাতীত। এটিকেই অনুপ্রেরণা হিসেবে নিচ্ছেন নেইমার। ব্রাজিলের অধরা অলিম্পিক মিশনে প্রত্যাশার চাপকে ইতিবাচকভাবেই দেখছেন সেলেকাও অধিনায়ক।

এক প্রেস কনফারেন্সে নেইমার বলেন, ‘আমি কখনোই নিজের সম্পর্কে বলতে পছ্ন্দ করি না। কিন্তু আমি বার্সেলোনার উদাহরণ দিব। আমাদের সেরা খেলোয়াড় আছে কিন্তু কেউ কী অস্বীকার করতে পারবো যে আমরা মেসির ওপর নির্ভরশীল নই? অবশ্যই আমরা তার ওপর নির্ভরশীল। আমি মেসির জন্য খেলতে লজ্জিত নই। মেসিই বিশ্বের সেরা, আমি তার ওপর নির্ভর করতে চাই।’

এ সম্পর্কিত আরও

Check Also

৭৭ পয়সার জন্য জাপান ফুটবলের বিরুদ্ধে মামলা

স্পোর্টস ডেস্কঃ জাপান ফুটবল এসোসিয়েশনের (জেএফএ) বিপক্ষে মান হানির মামলা করেছেন পদচ্যুত জাতীয় দলের কোচ …

Leave a Reply