A huge collection of 3400+ free website templates JAR theme com WP themes and more at the biggest community-driven free web design site
প্রচ্ছদ > খেলাধুলা > টেনিসে নিষিদ্ধ শারাপোভা জানুয়ারিতে ফিরছেন!
Mountain View

টেনিসে নিষিদ্ধ শারাপোভা জানুয়ারিতে ফিরছেন!

Sharapova-BG20160816152037

আগামী বছরের জানুয়ারিতেই টেনিসে ফেরার অনুমতি পেয়ে যেতে পারেন মারিয়া শারাপোভা। রাশিয়ান টেনিস ফেডারেশন (আরটিএফ) প্রেসিডেন্ট শামিল তার্পিশচেভ এমন দাবিই তুলছেন।

পাঁচবারের গ্রান্ড স্লাম জয়ী ডোপিং অপরাধের জেরে এ বছরের জুনে দু’বছরের জন্য নিষিদ্ধ হন।

তার্পিশচেভকে উদ্ধৃত করে রাশিয়ান সংবাদ সংস্থা ‘তাস’ (টিএএসএস) প্রকাশ করে, ‘সেপ্টেম্বরে সবকিছু নির্ধারণ করা হবে। এটা নিশ্চিত করে বলা অসম্ভব কিন্তু অামি মনে করি, সে (শারাপোভা) জানুয়ারিতে আবারো খেলায় ফিরতে পারবে।’

এ বছরের জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেন চলাকালীন ড্রাগ টেস্টে নিষিদ্ধ ড্রাগ মেলডোনিয়াম পজিটিভ প্রমাণিত হওয়ার পর নিষেধাজ্ঞার মুখে পড়েন ২৯ বছর বয়সী শারাপোভা।

যদিও রাশিয়ান টেনিস সুন্দরী দাবি করেন, চিকিৎসকের পরামর্শেই তিনি লাৎভিয়ায় তৈরি ড্রাগটি এক দশক ধরে ব্যবহার করে আসছেন।

মেলডোনিয়াম ড্রাগটি যে ২০১৬ সালের ১ জানুয়ারি ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সির নিষিদ্ধ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে সে সম্পর্কে নাকি তিনি অবগত ছিলেন না।

গত জুলাইয়ে আন্তর্জাতিক ক্রীড়া আদালত কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্ট (সিএএস) জানায়, শারাপোভার ড্রাগ ইস্যুটির মামলা নিয়ে ১৯ সেপ্টেম্বর শুনানি অনুষ্ঠিত হবে।

রাশিয়ান টেনিস সেনসেশনের সাজা কমবে কিনা সেটিই এখন দেখার বিষয়! আরটিএফ প্রেসিডেন্ট তার্পিশচেভের অনুমান সত্য হলে, নতুন বছরের শুরুতেই সাবেক ওয়ার্ল্ড নাম্বার ওয়ানকে আবারো কোর্টে দেখবে টেনিস বিশ্ব।

এ সম্পর্কিত আরও

Best free WordPress theme

Check Also

সর্বকালের সেরা টি২০ দল প্রকাশ

জুবায়ের আহমেদ:ক্রিকেট খেলায় বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় ও আলোচিত ফরম্যাট টি২০, আইসিসি ক্রিকেট বিশ্বায়নের উদ্দেশ্যে …

Leave a Reply