A huge collection of 3400+ free website templates JAR theme com WP themes and more at the biggest community-driven free web design site
প্রচ্ছদ > জাতীয় > ধনবাড়ী কলেজকে জাতীয়করণের ঘোষনা
Mountain View

ধনবাড়ী কলেজকে জাতীয়করণের ঘোষনা

received_1675664649421738
মো:নূর-নবী শেখ,ধনবাড়ী প্রতিনিধি;
অভিভক্ত ভারতবর্ষের অবিসংবাদিত নেতা মরহুম
খান বাহাদুর নবাব নওয়াব আলী চৌধুরী’র
কারনে ধনবাড়ীর নাম বেশী প্রচারিত, প্রসারিত ও
ঐতিহ্যপূর্ণ হয়ে উঠেছে অনেক আগে থেকেই। জমিদারী এলাকা হওয়ার সুবাদে নওয়াবের কল্যানে বৃট্রিশ পাকিস্থান আমল থেকেই এ অঞ্চলে গড়ে উঠে অনেক শিক্ষা প্রতিষ্ঠান। ফলে অগ্রসরমান ও আলোকিত হয়ে ওঠে ধনবাড়ী । শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠার ধারাবাহিকতায় ১৯৪৭ এর রেজিষ্টেশনে ১৯৬৭ সালে স্থাপিত হয়
ধনবাড়ী কলেজ। এটি উচ্চ শিক্ষায় উত্তর
টাংগাইলের অন্যতম পূরাতন বিদ্যাপিঠ।
উল্লেখ এবছর ধনবাড়ী কলেজ এইচএসসি-১৬ তে সেরা রেজাল্ট করে টাঙ্গাইল জেলার ‘প্রথম’ হয়ে রেকর্ড গড়লো করেছে ধনবাড়ী
কলেজ”এইবছর এইচ এস সি পরীক্ষায় ৪১০ জন পরীক্ষার্থী অংশগ্রহন করে ।জিপিএ ৫ পেয়েছেঃ ৩১জন;কৃতকার্যঃ ৪০৬জন;অকৃতকার্যঃ ০৪জন।

ধনবাড়ী কলেজ” কে
সরকারি করণ করায় ধনবাড়ী কলেজের সকল শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী এবং সংশ্লিষ্ট সকলের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে জানাই প্রাণঢাল অভিনন্দন ও লাল গোলাপের শুভেচ্ছা জানিয়েছেন ধনবাড়ী কলেজে অধ্যক্ষ মো আখরুজ্জামান।
উল্লেখ জাতীয়করণের লক্ষ্যে আরও ৬৪টি বেসরকারি কলেজ প্রধানমন্ত্রীর সদয় সম্মতি পেয়েছে। এর আগে গত জুন মাসে ১৯৯ টি কলেজ জাতীয় করণ করা হয়। জাতীয়করণের এবার জাতীয় করণ করার ৪টি কলেজ রয়েছে টাঙ্গাইলে ধনবাড়ী কলেজ,ঘাটাইল জিজিবি কলেজ,মধুপুর কলেজ,মির্জাপুর কলেজ।

এ সম্পর্কিত আরও

Check Also

মাদক থেকে তরুণদের রক্ষা করতে হবে : শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক,বিডি টোয়েন্টিফোর টাইমসঃ শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, জঙ্গিবাদ ও মাদক থেকে তরুণদের রক্ষা …