A huge collection of 3400+ free website templates JAR theme com WP themes and more at the biggest community-driven free web design site
প্রচ্ছদ > খেলাধুলা > র‍্যাংকিংয়ে এক লাফে সাকিবের ঘারে নি:শ্বাস ফেলছেন মিরাজ
Mountain View

র‍্যাংকিংয়ে এক লাফে সাকিবের ঘারে নি:শ্বাস ফেলছেন মিরাজ

miraz

স্পোর্টস ডেস্ক, বিডি টুয়েন্টিফোর টাইমস: ইংল্যান্ডের বিপক্ষে  অভিষেক টেস্ট  ম্যাচেই চমক দেখিয়ে র‍্যাংকিংয়ে ৬১ নম্বরস্থানে জায়গা করে নেন বাংলাদেশের তরুণ অফ-স্পিনার মেহেদি হাসান মিরাজ। আর ইংল্যান্ডের বিপক্ষে ঢাকা টেস্টে আরও ১২ উইকেট নিয়ে র‍্যাংকিংয়ে-এ ৩৩ নম্বরস্থানে উঠে এসেছেন দুর্ধর্ষ স্পিনার মিরাজ।

৪৬৩ রেটিং নিয়ে ৩৩নম্বর স্থানটি এখন মিরাজের দখলে। ঢাকা টেস্টে ৫ উইকেট নিয়েও র‍্যাংকিং তালিকায় উপরে উঠতে পারেননি সাকিব আল হাসান। আগের স্থানেই আছেন তিনি। এক ধাপ অবনতি হয়েছে তাইজুল ইসলামের।

চট্টগ্রাম টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে ৭ উইকেট নেন মিরাজ। ফলে প্রথম টেস্ট শেষে প্রথমবারের মত বোলারদের র‍্যাংকিংয়ে  তালিকায় শীর্ষ ১’শ জনে প্রবেশ করেন তিনি। প্রবেশ করেই ২৫৮ রেটিং নিয়ে ৬১তম স্থানে জায়গা করে নেন তরুণ তুর্কি মিরাজ।

এরপর ঢাকা টেস্টে ১৫৯ রানে ১২ উইকেট নিয়ে রেকর্ড বইয়ের অনেক জায়গাতেই নিজের নাম স্বর্ণাক্ষরে লিখেন মিরাজ। বল হাতে দুরন্ত পারফরমেন্সের সুবাদে র‍্যাংকিংয়ে -এ চোখে পড়ার মত উন্নতি করেছেন তিনি। র‌্যাংকিং-এ ৩৩ নম্বরে উঠে আসেন ১৯ বছর বয়সী মিরাজ। ঢাকা টেস্টে ম্যাচ ও সিরিজ সেরাও হন তিনি।

চট্টগ্রাম টেস্টে ৭ উইকেট নিয়ে দু’ধাপ এগিয়ে র‌্যাংকিং-এ ১৫ নম্বর স্থানে উঠে আসেন সাকিব। তাই ১৫তম স্থানে থেমে ঢাকা টেস্ট খেলতে নামেন তিনি। সিরিজের দ্বিতীয় টেস্টে ৯০ রানে ৫ উইকেট নেন সাকিব। তারপরও র‍্যাংকিংয়ে -এ কোন উন্নতি হয়নি তার। আগের স্থানেই রয়েছেন তিনি। তবে ২১ রেটিং বেড়েছে সাকিবের।

চট্টগ্রাম টেস্টে ৪ উইকেট নিয়ে র‍্যাংকিং -এ ছয়ধাপ এগিয়ে ৩৬তম স্থানে উঠে আসেন তাইজুল। ঢাকা টেস্টের প্রথম ইনিংসে ৩ উইকেট নিলেও, দ্বিতীয় ইনিংসে উইকেট শুন্য ছিলেন এই বাঁ-হাতি স্পিনার। তাই এক ধাপ পিছিয়ে ৩৭তম স্থানে নেমে গেছেন তাইজুল।

বাংলাদেশ বোলারদের টেস্ট
পূর্বের র‍্যাংকিং          বর্তমান র‍্যাংকিং             বর্তমান রেটিং             খেলোয়াড়
১৫                              ১৫                                      ৬৭২                         সাকিব আল হাসান
৬১                              ৩৩                                     ৪৬৩                         মেহেদি হাসান মিরাজ
৩৬                             ৩৭                                     ৪৩৬                          তাইজুল ইসলাম
৫০                              ৫১                                     ৩০৭                          জুবায়ের হোসেন
৫৯                              ৬১                                     ২৬৩                          মাহমুদুল্লাহ রিয়াদ
৭৯                              ৮০                                     ১৫১                          মুস্তাফিজুর রহমান
৭৯                              ৮১                                     ১৫০                          শফিউল ইসলাম
—                                ৮৩                                     ১২৭                          শুভাগত হোম

এ সম্পর্কিত আরও

Check Also

ফিরেই মোস্তাফিজের চমক

স্পোর্টস ডেস্ক, বিডি টোয়েন্টিফোর টাইমসঃ আইপিএল সিজন ইলেভেনে বাঁচা-মরার ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের নেমে দুই …

Leave a Reply