A huge collection of 3400+ free website templates JAR theme com WP themes and more at the biggest community-driven free web design site
প্রচ্ছদ > সারাবিশ্ব > অজ্ঞাত উৎস থেকে শ্রমিকের একাউন্টে ৬১ লাখ রুপি
Mountain View

অজ্ঞাত উৎস থেকে শ্রমিকের একাউন্টে ৬১ লাখ রুপি

ভারতের উত্তরপ্রদেশ রাজ্যে অজয় কুমার পাটেল নামে এক শ্রমিকের ব্যাংক একাউন্টে অজ্ঞাত উৎস থেকে জমা পড়ল ৬১ লাখ রুপি।full_1639706322_1479442028

এনডিটিভি খবরটি নিশ্চিত করেছে।

ভারতে ৫০০ ও এক হাজার রুপির নোট বাতিলের পর দেশটির রাজ্যে রাজ্যে মিলছে ‘বেওয়ারিশ’ অর্থের খোঁজ। ব্যাংক সূত্রে ভারতের সংবাদমাধ্যমটি জানায়, উত্তরপ্রদেশের প্রতাপগড় জেলার বাসিন্দা অজয় মুম্বইয়ের নালাসোপারায় নির্মাণ শ্রমিকের কাজ করতেন। মুম্বাই আসার পর বছর দুয়েক আগে তিনি স্থানীয় ব্যাংকে একটি একাউন্টও খুলেছিলেন। গত কয়েকমাসে সেখানে জমা পড়েছিল সাকুল্যে ৭৫২৮ রুপি।

এর মধ্যেই দিওয়ালির ছুটি কাটাতে গ্রামের বাড়িতে গিয়েছিলেন অজয়। এ সময় তার অর্থ সংকট হলে তিনি  স্থানীয় একটি এটিএম বুথে অর্থ তুলতে যান। সেখান থেকে তাকে জানানো হয় তার একাউন্টটি স্থগিত করা হয়েছে।

মুম্বাই ফিরে তিনি ব্যাংকে গেলেন সমস্যাটি সম্পর্কে জানতে। সেখানে গিয়েই জানতে পারলেন তার একাউন্টে অস্বাভাবিক অংকে লেনদেনের কারণে সাময়িকভাবে একাউন্টটি স্থগিত করা হয়েছে। সেখানেই তিনি জানতে পারলেন, তার অ্যাকাউন্টে জমা পড়েছে ৬১ লাখ রুপি। কিন্তু কোথা থেকে এ অর্থ এসেছে জানে না কেউ ।

এ ব্যাপারে অজয়কে এরই মধ্যে জিজ্ঞাসাবাদ করেছে দেশটির আয়কর কর্তৃপক্ষ। তারা মোটামুটি নিশ্চিত এই অর্থের উৎস সম্পর্কে কিছুই জানেন না এই নির্মাণ শ্রমিক।

আর এদিকে অজয় বলেছেন, ওই ৬১ লাখ রুপিতে তিনি হাতও দেবেন না। সরকার যা খুশি করুক ওই অর্থ নিয়ে। তিনি শুধু তার ৭৫২৮ রুপি ফিরে পেলেই খুশি।

এ সম্পর্কিত আরও

Mountain View    Mountain View

Check Also

আফগানিস্তানে আত্মঘাতী বোমায় নিহত ২৫

আফগানিস্তানের পূর্বাঞ্চলের নানগারহার প্রদেশে এক আত্মঘাতী বোমা হামলায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন …

Leave a Reply