A huge collection of 3400+ free website templates JAR theme com WP themes and more at the biggest community-driven free web design site
প্রচ্ছদ > খেলাধুলা > অস্ট্রেলিয়া টেস্ট দলে ব্যাপক পরিবর্তন
Mountain View

অস্ট্রেলিয়া টেস্ট দলে ব্যাপক পরিবর্তন

38875_129অ্যাডিলেডে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের শেষ টেস্টের জন্য দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। দল থেকে বাদ পড়েছেন ৫ ক্রিকেটার।

হোবার্ট টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৮০ রানের হারের পর রোববার ক্রিকেট অস্ট্রেলিয়া এ সিদ্ধান্তের কথা জানায়।

অ্যাডিলেড টেস্টের দলে জায়গা ধরে রাখলেন উসমান খাজা ও নাথান লায়ন। বাদ পরেছেন—জো বার্নস, অ্যাডাম ভোজেস, কালাম ফার্গুসন, পিটার নেভিল ও জো মিনি।

এদের বদলে দলে সুযোগ পেয়েছেন অভিষেকের অপেক্ষায় থাকা চার ক্রিকেটার—ম্যাথু রেন শ, পিটার হ্যান্ডসকম্ব, নিক ম্যাডিসন ও চাড সাইর। নতুন করে দলে ফিরেছেন উইকেটকিপার ম্যাথু ওয়েড ও ফাস্ট বোলার জ্যাকসন বার্ড।

অস্ট্রেলিয়া দল: স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার, মিচেল স্টার্ক, নাথান লায়ন, উসমান খাজা, জশ হ্যাজেলউড, জ্যাকসন বার্ড, ম্যাথু ওয়েড, ম্যাথু রেন শ, পিটার হ্যান্ডসকম্ব, নিক ম্যাডিসন, চাড সাইর।

এ সম্পর্কিত আরও

Best free WordPress theme

Check Also

নিষিদ্ধ চান্দিমালের স্থলাভিষিক্ত হলেন লাকমল

আজ দিবাগত রাত থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শুরু হতে যাওয়া তৃতীয় টেস্টে শ্রীলঙ্কা দলকে নেতৃত্ব …

Leave a Reply