A huge collection of 3400+ free website templates JAR theme com WP themes and more at the biggest community-driven free web design site
প্রচ্ছদ > তথ্য-প্রযুক্তি > তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ ১০ ধনী
Mountain View

তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ ১০ ধনী

বছরে দুবার তথ্যপ্রযুক্তিতে শীর্ষ ১০০ ধনীর তালিকা প্রকাশ করে মার্কিন সাময়িকী ফোর্বস। তালিকায় যথারীতি বিল গেটস আাছেন শীর্ষে। দুই দশকের বেশি সময় ধরেই শীর্ষস্থানটা বিল গেটসের দখলে। তবে পরের ৯৯টি স্থানে রদবদল ঘটে প্রায় প্রতিবছরই।full_1299441689_1479687419

শীর্ষ ১০০ ধনীর মোট সম্পদের পরিমাণ ৮৯ হাজার ২০০ কোটি ডলার। তাদের মধ্যে ৫১ জনই যুক্তরাষ্ট্রের। গত এক বছরে এই ১০০ জনের মধ্যে ৫৩ জনের সম্পদ বেড়েছে। অন্যদিকে কমেছে ২৭ জনের। নতুন করে এই তালিকায় স্থান করে নিয়েছেন ১২ জন।

অ্যামাজনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেফ বেজসের সম্পদ বেড়েছে ১ হাজার ৮৪০ কোটি ডলার। প্রযুক্তিতে সর্বোচ্চ। মোবাইল বিজ্ঞাপনী আয়ে ঊর্ধ্বগতি থাকায় চতুর্থ থেকে তৃতীয় স্থানে উঠে এসেছেন ফেসবুকের সিইও মার্ক জাকারবার্গ। তার সম্পদ বেড়েছে ১ হাজার ২৮০ কোটি ডলার।

শীর্ষ ১০ ধনীর তালিকা এখানে দেওয়া হলো।

১. বিল গেটস: প্রতিষ্ঠাতা, মাইক্রোসফট; ৭ হাজার ৮০০ কোটি ডলার
২. জেফ বেজস: সিইও, অ্যামাজান; ৬ হাজার ৬২০ কোটি ডলার
৩. মার্ক জাকারর্বাগ: চেয়ারম্যান ও সিইও, ফেসবুক; ৫ হাজার ৪০০ কোটি ডলার
৪. ল্যারি এলিসন: নির্বাহী চেয়ারম্যান, ওরাকল; ৫ হাজার ১৭০ কোটি ডলার
৫. ল্যারি পেজ: সিইও, অ্যালফাবেট, ৩ হাজার ৯০০ কোটি ডলার
৬. সার্গেই ব্রিন: প্রেসিডেন্ট, অ্যালফাবেট, ৩ হাজার ৮২০ কোটি ডলার
৭. স্টিভ বলমার: সাবেক সিইও, মাইক্রোসফট; ২ হাজার ৭৭০ কোটি ডলার
৮. জ্যাক মা: সিইও, আলিবাবা; ২ হাজার ৫৮০ কোটি ডলার
৯. মা হুয়াতেং: প্রেসিডেন্ট ও সিইও, টেনসেন্ট; ২ হাজার ২০০ কোটি ডলার
১০. মাইকেল ডেল: চেয়ারম্যান ও সিইও, ডেল; ২ হাজার কোটি ডলার

এ সম্পর্কিত আরও

Best free WordPress theme

[X]
Loading...

Check Also

বিডিনিউজ বন্ধের নির্দেশ বিটিআরসির

হঠাৎ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ওয়েবসাইট বন্ধের নির্দেশ দিয়েছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি)।বিডিনিউজের ওয়েবসাইটে এ …

Leave a Reply