A huge collection of 3400+ free website templates JAR theme com WP themes and more at the biggest community-driven free web design site
প্রচ্ছদ > খেলাধুলা > শুনলে সম্মান বেড়ে যাবে, কি কারণে ভারতীয় ক্রিকেট ভক্ত সুধীরকে স্টেডিয়ামে ঢুকতে দেয়া হয়নি?
Mountain View

শুনলে সম্মান বেড়ে যাবে, কি কারণে ভারতীয় ক্রিকেট ভক্ত সুধীরকে স্টেডিয়ামে ঢুকতে দেয়া হয়নি?

anaojanabd-600x330স্পোর্টস ডেস্ক: শচীনের জার্সি নম্বর সম্বলিত শরীরে আঁকা ভারতের পতাকা। এটাই বিখ্যাত করে তুলেছে সুধীর কুমারকে। ভারতের চার-ছয়ে টেলিভিশনের পর্দায় ভেসে ওঠে এই ক্রিকেটভক্তের মুখ। আর তাকে কিনা স্টেডিয়ামে ঢুকতেই দেয়নি পাঞ্চাব ক্রিকেট অ্যাসোসিয়েশন কতৃপক্ষ!

মোহালির চন্ডিগড়ে অনুষ্ঠিত হচ্ছে ভারত-ইংল্যান্ড সিরিজের তৃতীয় টেস্ট। সারা গায়ে পতাকার রং মেখে হাজির সুধীর।

তবে গেট থেকেই ফিরিয়ে দেয়া হলো তাকে। কিন্তু কেন? জবাবটাও দিয়ে রেখেছে পিসিএ এর সাধারণ সম্পাদক জিএস ওয়ালিয়া।’

ভারতীয় পতাকা আইন ২০০২ ও জাতীয় প্রতীকের অশ্রদ্ধা ও রক্ষা আইন ১৯৭১ অনুযায়ী, গায়ে পতাকা আঁকা নিষেধ। সম্প্রতি এই আইনের বাস্তবায়নে কঠিন হয়েছি আমরা। জাতীয় পতাকা শরীরে আঁকার কারণেই সুধীরকে মাঠে ঢুকতে দেয়া হয়নি।’

এই ঘটনায় যারপরনয় বিস্মিত হয়েছেন সুধীর। তিনি জানান, ‘এই প্রথম এই ধরণের ব্রিবতকর পরিস্থিতিতে পরলেন তিনি।’

ভারতীয় পতাকা আইনে বলা হয়েছে জাতীয় পতাকা কখনই মাটি বা জল স্পর্শ করবে না; এটিকে টেবিলক্লথ হিসেবে বা কোনো প্লাটফর্মের সম্মুখে আচ্ছাদন হিসেবে ব্যবহার করা চলবে না; জাতীয় পতাকা দিয়ে কোনো মূর্তি, নামলিপি বা শিলান্যাস প্রস্তর আবরিত করা যাবে না ইত্যাদি।

এ সম্পর্কিত আরও

Check Also

টিভিতে আজকের খেলা

বিডি টোয়েন্টিফোর টাইমসঃ আইপিএল সানরাইজার্স হায়দ্রাবাদ বনাম রাজস্থান রয়্যালস সন্ধ্যা ৭.৩০ মিনিট সরাসরি স্টার স্পোর্টস …

Leave a Reply