A huge collection of 3400+ free website templates JAR theme com WP themes and more at the biggest community-driven free web design site
প্রচ্ছদ > অন্যান্য > ২১ আগস্ট পূর্ণগ্রাস সূর্যগ্রহণ
Mountain View

২১ আগস্ট পূর্ণগ্রাস সূর্যগ্রহণ

২১ আগস্ট পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হবে। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে, ৯৯ বছর পর যুক্তরাষ্ট্রবাসী পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখতে পাবেন। এজন্য দেশটিতে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। যদিও বাংলাদেশ থেকে গ্রহণটি দেখা যাবে। শুধু বাংলাদেশ নয় এশিয়ার কোনো দেশ থেকেই এই ঘটনা প্রত্যক্ষ করা যাবে। গ্রহণ দেখা যাবে মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ, উত্তর-পূর্ব এশিয়া (রাশিয়া) ও উত্তর-পশ্চিম আফ্রিকার বিভিন্ন অংশে।

সূর্যগ্রহণে চাঁদ সূর্যকে সম্পূর্ণ ঢেকে ফেলতে পারে, ফলে কোনো স্থানে তখন হয় পূর্ণ সূর্যগ্রহণ। পূর্ণ সূর্যগ্রহণে সূর্য পুরো ঢাকা পড়ে যায় বলে সৌরমুকুট দেখা যায়।

১৯১৮ সালের ৮ জুন শেষবার পূর্ণ সূর্যগ্রহণ দেখে আমেরিকাবাসী। এ কারণে মার্কিন মহাকাশ বিজ্ঞানকেন্দ্র ‘নাসা’ এবার পূর্ণ সূর্যগ্রহণ সরাসরি সম্প্রচার করবে।

পূর্ণ সূর্যগ্রহণ দেখতে জ্যোর্তিবিজ্ঞানীসহ দেশটির অধিকাংশ জনগণ অধীর আগ্রহ আর কৌতূহলে রয়েছে।

তবে খালি চোখে সূর্যগ্রহণ দেখতে নিষেধ করেছেন জ্যোতির্বিজ্ঞানীরা। কোনও এক্সরে প্লেট নিয়ে বা বিশেষ চশমা পরে সূর্যগ্রহণ পরামর্শ দিয়েছেন তারা। সে সময় তাপমাত্রা কমে যাওয়ার সম্ভাবনা থাকে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। সেই দিন কিছুক্ষণের জন্য সন্ধ্যার অন্ধকার নেমে আসবে।

এ সম্পর্কিত আরও

Mountain View    Mountain View

Check Also

অবনী বাড়ি নেই (গল্প)

ইসরাত তানিয়া গল্পের কেন্দ্রীয় চরিত্র রায়হান আলী। এটুকু লিখেই রায়হান আলীর নামটা কালো রেখা টেনে …

Leave a Reply