A huge collection of 3400+ free website templates JAR theme com WP themes and more at the biggest community-driven free web design site
প্রচ্ছদ > খেলাধুলা > সেই স্লিপ এই স্লিপ, সেই মুজারাবানি এই মুজারাবানি
Mountain View

সেই স্লিপ এই স্লিপ, সেই মুজারাবানি এই মুজারাবানি


সময়টা ২০১৫। নভেম্বর। জিম্বাবুয়ের শেষ ব্যাটসম্যান টউরাই মুজারাবানি ব্যাটিংয়ে।

বোলিংয়ে মুস্তাফিজ। স্লিপ-কর্ডনে দাঁড়িয়ে গেলেন সাতজন ফিল্ডার! মুজারাবানির উইকেটটা অবশ্য নিয়েছিলেন আরাফাত সানি।

২০১৮। জানুয়ারি। জিম্বাবুয়ের ৪ উইকেট নেই, ব্যাটসম্যান ম্যালকম ওয়ালার। বোলার মুস্তাফিজ। এবার স্লিপ পজিশনে তিনজন, গালিতে দুইজন। এই ফিল্ড-সেটিংটাও বেশিক্ষণ স্থায়ী হলো না অবশ্য।

তবে সেদিনের মতো আজও জিম্বাবুয়ের শেষ ব্যাটসম্যান ছিলেন আরেক মুজারাবানি। ব্লেসিং মুজারাবানি। যার উইকেট আবার নিলেন মুস্তাফিজই!

এ সম্পর্কিত আরও

Check Also

বল বিকৃতি কেলেঙ্কারির পর গর্ভপাত হয় ওয়ার্নারের স্ত্রীর

দক্ষিণ আফ্রিকায় বল বিকৃতি কাণ্ডে জড়িয়ে পড়েন অস্ট্রেলিয়ার তিন ক্রিকেটার। সেই তিন ক্রিকেটারের মধ্যে ছিলেন …