A huge collection of 3400+ free website templates JAR theme com WP themes and more at the biggest community-driven free web design site
প্রচ্ছদ > সারাদেশ > নলকূপের পানি নিয়ে সংঘর্ষে আহত ৬
Mountain View

নলকূপের পানি নিয়ে সংঘর্ষে আহত ৬

নওগাঁর নিয়ামতপুরে গভীর নলকূপের পানি নেয়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ছয়জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার রসুলপুর ইউপির প্রহিত গ্রামের ডিপ ঘরে।

জানা গেছে, এ নিয়ে দীর্ঘদিন ধরে উভয়পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এরই জের ধরে গত শনিবার সকাল নয়টার দিকে এ সংঘর্ষ হয়।

আহতরা হলেন, প্রহিত গ্রামের ফজলুর রহমানের ছেলে সেলিম হোসেন (৩২), মৃত নুর ইসলামের ছেলে মহিজ উদ্দিন (৩৫), মহসিন আলীর ছেলে আজিজুল হক (৩৫), ইজাবুল হকের ছেলে লিটন হোসেন (২৮), মৃত আয়নাল হকের ছেলে খায়রুল ইসলাম (৪৫) ও দুরুল হুদা (৩৬)।

গভীর নলকূপের অপারেটর সাবদুল হোসেন জানান, আমাকে ডিপ ঘরে তালাবদ্ধ করে আহতদের ইরি ধানের পানি সরবরাহের ড্রেন বন্ধ করে দিলে আহত সেলিম গংরা প্রতিবাদ করলে কথা কাটা-কাটির একপর্যায়ে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় প্রতিপক্ষের গোলাপ ভূলকির সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমাদের উভয়ের মাঝে ভুল বোঝাবুঝির কারণে এ ঘটনা ঘটে। এতে ইসমাইল নামের একজন আহত হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছে।

এ সম্পর্কিত আরও

Best free WordPress theme

Check Also

গোপালগঞ্জে শুরু হয়েছে তিনদিনব্যাপী জাতীয় নজরুল সম্মেলন

ফয়সাল হাবিব সানি, গোপালগঞ্জ প্রতিনিধিঃ শুক্রবার (অাগামীকাল) থেকে গোপালগঞ্জে শুরু হচ্ছে তিন দিনব্যাপী জাতীয় নজরুল …