A huge collection of 3400+ free website templates JAR theme com WP themes and more at the biggest community-driven free web design site
প্রচ্ছদ > সারাদেশ > সেতু ভেঙে ট্রাক খাদে, নিহত ২
Mountain View

সেতু ভেঙে ট্রাক খাদে, নিহত ২

বিডি টোয়েন্টিফোর টাইমসঃ সুনামগঞ্জের ছাতক উপজেলায় বেইলি ব্রিজ ভেঙে একটি মালবাহী ট্রাক খাদে পড়ে দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো একজন।গতকাল শনিবার দিবাগত রাত দেড়টার দিকে ছাতক-দোয়ারাবাজার সড়কের লক্ষ্মীর বাউড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান।

নিহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি। আহত একজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং পুলিশ জানিয়েছে, ট্রাকটি স্লুইসগেটের মালামাল নিয়ে চট্টগ্রাম থেকে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নে যাওয়ার কথা ছিল। এতে তিনজন ছিলেন। দুর্ঘটনায় পথেই দুজন মারা যান।

আজ রোববার সকালে ওসি আরো জানান, ট্রাকটি খাদে পড়ে আটকে গেছে। ফলে ভেতরে থাকা লাশ দুটি বের করা যাচ্ছে না। ফায়ার সার্ভিসের কর্মীরা তাঁদের বের করে আনার চেষ্টা করছেন।

এ সম্পর্কিত আরও

Best free WordPress theme

Check Also

ভাইয়ে ভাইয়ে বউ বদল,এলাকায় তোলপাড়

হাফিজুর রহমান সরিষাবাড়ী(জামালপুর) প্রতিনিধি.জামালপুর জেলার সরিষাবাড়ী পৌরসভার আরামনগর এলাকায় দুই ভাইয়ের মাঝে বউ বদলের ঘটনা …