A huge collection of 3400+ free website templates JAR theme com WP themes and more at the biggest community-driven free web design site
প্রচ্ছদ > খেলাধুলা > লিগ শিরোপা থেকে এক ম্যাচ দূরত্বে বার্সা
Mountain View

লিগ শিরোপা থেকে এক ম্যাচ দূরত্বে বার্সা

স্পোর্টস করেসপন্ডেন্ট:

লা লিগার শিরোপা যে এবার বার্সার ঘরে উঠবে সেটা গত একমাস আগেই অনেকটা নিশ্চিত হয়ে গিয়েছিল। মূলত স্প্যানিশ লিগে কাতালানদের প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও অ্যাথলেটিকো মাদ্রিদের পারফরমেন্সের নিম্ন গতি এর কারণ।

শিরোপা রেস থেকে আগেই ছিটকে পড়ে রিয়াল মাদ্রিদ। শুধুমাত্র কাগজে-কলমে টিকে ছিল তাদের নগর প্রতিদ্বন্দ্বী অ্যাথলেটিকো মাদ্রিদের শিরোপা সম্ভাবনা। সেটাও শেষ হয়েগেছে বৃহস্পতিবার রাতে রিয়াল সোসিয়েদাদের কাছে ৩-০ তে বড় ব্যবধানে হেরে। এ নিয়ে প্রতিপক্ষের মাঠে শেষ চার ম্যাচের তিনটিতেই হারলো ডিয়েগো সিমিওনের দল।।এখন শেষ ৫ ম্যাচের একটিতে জিতলেই লা লিগায় ২৫তম শিরোপা জিতবে বার্সেলোনা।

লা লিগায় ৩৩ ম্যাচ শেষে বার্সেলোনা, অ্যাথলেটিকো ও রিয়াল মাদ্রিদের পয়েন্ট যথাক্রমে ৮৩, ৭১ ও ৬৮।

এ সম্পর্কিত আরও

Check Also

রাজস্থান-কলকাতার ম্যাচ পরিত্যক্ত হলে বাদ পড়বে কারা?

স্পোর্টস ডেস্ক, বিডি টোয়েন্টিফোর টাইমসঃ আজ সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে প্রথম কোয়ালিফায়ারে খেলতে নামবে চেন্নাই সুপার …