A huge collection of 3400+ free website templates JAR theme com WP themes and more at the biggest community-driven free web design site
প্রচ্ছদ > সারাদেশ > নাটোরে সাপের কারণে ৩ উপজেলায় বিদ্যুৎ বন্ধ
Mountain View

নাটোরে সাপের কারণে ৩ উপজেলায় বিদ্যুৎ বন্ধ

নিউজ ডেস্কঃ নাটোর পল্লীবিদ্যুৎ সমিতি-১ হরিশপুর এলাকায় ৩৩ কেভি গ্রিডের বিদ্যুৎ সঞ্চালন কেন্দ্রের ভেতরে সাপ ঢুকে বৈদ্যুতিক শটসার্কিট হয়ে জাম্পারসহ বেশ কিছু যন্ত্রাংশ পুড়ে গেছে।

এ ঘটনায় নাটোর সদরসহ নলডাঙ্গা ও বাগাতিপাড়া উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। ফলে ওই তিন উপজেলায় বিকেল থেকে প্রায় দুই লাখ গ্রাহক অন্ধকারে রয়েছেন।

সোমবার (২১ মে) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই মেরামতে কাজ শুরু করেছেন পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ। তবে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে রাত ১১টা পর্যন্ত সময় লাগতে পারে বলে জানা যায়।

নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জেনারেল ম্যানেজার মো. বেলাল উদ্দিন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, বিকেলে হরিশপুর এলাকায় তাদের ৩৩ কেভি লাইনের সঞ্চালন কেন্দ্রে একটি সাপ ঢুকে পড়ে। এতে শটসার্কিট হয়ে জাম্পারসহ বেশ কিছু যন্ত্রাংশ পুড়ে গিয়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। তবে তাৎক্ষণিকভাবে তা মেরামত কাজ শুরু করা হয়েছে।

এদিকে বিকেল থেকে বিদ্যুৎ না থাকায় তিন উপজেলার মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। পবিত্র রমজানে তারাবির নামাজ পড়তে সমস্যায় পড়তে হচ্ছে মুসল্লীদের। এছাড়া এসব এলাকায় বিভিন্ন মিল কারখানায় উৎপাদনও বন্ধ রয়েছে।

এ সম্পর্কিত আরও

Best free WordPress theme

Check Also

দেবীগঞ্জে বিষপানে মা ও শিশুর মৃত্যু

পঞ্চগড়ের দেবীগঞ্জে পারিবারিক কলহের জের ধরে দুই শিশু সন্তানসহ এক মা বিষপান করেছেন। এতে এক …