A huge collection of 3400+ free website templates JAR theme com WP themes and more at the biggest community-driven free web design site
প্রচ্ছদ > খেলাধুলা > সন্ধ্যায় ওয়ানডে ম্যাচ খেলতে গেইলদের বিপক্ষে মাঠে নামছেন মাশরাফিরা
Mountain View

সন্ধ্যায় ওয়ানডে ম্যাচ খেলতে গেইলদের বিপক্ষে মাঠে নামছেন মাশরাফিরা

টেস্ট সিরিজের হোয়াইটওয়াশের হতাশা ঝেড়ে এবার স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে মাঠে নামছে বাংলাদেশ।

রোববার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় গায়ানার প্রভিডেন্ট স্টেডিয়ামে শুরু হবে দুই দলের মধ্যকার তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। এর মধ্য দিয়ে ছয়মাস পর আবার ওয়ানডে খেলতে নামছেন টাইগাররা।

টেস্ট সিরিজে বাজেভাবে হারলেও ওয়ানডেতে ঘুরে দাঁড়াতে মরিয়া বাংলাদেশ। অন্যদিকে টেস্ট সিরিজের পারফরম্যান্ট ওয়ানডে সিরিজেও টেনে আনতে চায় ওয়েস্ট ইন্ডিজ।

টেস্ট সিরিজে টাইগাররা সবচেয়ে বেশি ভুগেছে ব্যাটিং নিয়ে। নিজেদের টেস্ট ইতিহাসের সর্বনিম্ন স্কোরের (৪৩) লজ্জা ছিল সবচেয়ে আলোচিত বিষয়। এ ছাড়া বাকি তিন ইনিংসের একটিতেও দুইশ’ রান করতে পারেনি তারা। তবে ফরম্যাট বদল হওয়ায় ব্যাটিংয়েও প্রাণ আসবে বলে আশাবাদী বাংলাদেশ। প্রস্তুতি ম্যাচে ৭০ রানের চমৎকার ইনিংস খেলা লিটন দাস সে প্রত্যাশা ব্যক্ত করেছেন।

ক্যারিবীয়দের বিপক্ষে বাংলাদেশের বলার মতো সাফল্য একদিনের ফরম্যাটেই। ২৮টি ওয়ানডে খেলে বাংলাদেশের জয় ৭টিতে। ক্যারিবীয়দের বিপক্ষে শেষ পাঁচ ম্যাচেও একটি জয় আছে বাংলাদেশের।

ক্যারিবীয় একটি পত্রিকা সূত্রে জানা গেছে, টেস্টে বাউন্সি উইকেটে টাইগারদের দুর্বলতা দেখে গায়ানাতেও একই ধরনের পিচ বানানো হয়েছে।

প্রভিডেন্স স্টেডিয়ামের কিউরেটর ওয়াসিম হাবিবের বরাত দিয়ে গায়ানার একটি ওয়েবসাইট জানিয়েছে, উইকেটে ঘাস থাকবে এবং বোলাররা ভালো বাউন্স পাবেন। তবে বাউন্স থাকলেও সুইং বা মুভমেন্টের সম্ভাবনা খুব কম। তাই ব্যাটসম্যানরাও এখানে সুবিধা পাবেন। সম্ভবত গেইল-রাসেলের কথা ভেবেই এমন উইকেট বানানো হয়েছে। তবে উইকেট যেমনই হোক, ক্যারিবীয়দের থামাতে স্পিনের ওপরই ভরসা রাখতে হবে বাংলাদেশকে। সাকিব ও মিরাজের সঙ্গে পার্টটাইমার মোসাদ্দেক ও মাহমুদুল্লাহকে আজ বড় ভূমিকা রাখতে হবে।

মাশরাফির নেতৃত্বে বাংলাদেশের পেস বিভাগও অবশ্য মন্দ নয়। অধিনায়কের সঙ্গে আজ থাকবেন কাটার মাস্টার মুস্তাফিজ ও অভিজ্ঞ রুবেল হোসেন।তবে মূল চ্যালেঞ্জটা ব্যাটসম্যানদের। তামিম ইকবালের সঙ্গে ওপেনিংয়ে দেখা যেতে পারে এনামুল হক বিজয়কে। দেশ ছাড়ার আগে অধিনায়ক মাশরাফি তেমন ইঙ্গিতই দিয়ে গেছেন। তবে প্রস্তুতি ম্যাচে প্রথম ওভারেই শূন্য রানে আউট হয়েছেন বিজয়।

অন্যদিকে লিটন দাস ৭০ রানের ঝকঝকে এক ইনিংস খেলেছেন। তাই তামিমের সঙ্গী হিসেবে লিটনের মাঠে নামার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

ওয়েস্ট ইন্ডিজ দল গায়ানায় পৌঁছে প্রভিডেন্স স্টেডিয়ামে গত তিনদিন ধরে অনুশীলন করছে। প্রস্তুতি ম্যাচের দলে থাকা ক্রিস গেইল, আন্দ্রে রাসেল ও রোভম্যান পাওয়েল গায়ানায় দলের সঙ্গে যোগ দিয়েছেন ২০ জুলাই। বাংলাদেশ দলও ২০ জুলাই সন্ধ্যায় গানায়ায় পা রাখে।

এ সম্পর্কিত আরও

Mountain View

Check Also

বিপিএলে আশরাফুলকে দলে চায় সিলেট সিক্সার্স

স্পোর্টস ডেস্ক,বিডি টোয়েন্টিফোর টাইমসঃ বাংলাদেশ ক্রিকেটের প্রথম সুপার স্টার মোহাম্মদ আশরাফুলে ৫ বছরের নির্বাসন শেষ …