0 Comments

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে বলেছেন, দেশে চলমান রাজনৈতিক পরিস্থিতিতে একটি দল আন্দোলনের কৃতিত্ব ভাগাভাগির চেষ্টা করছে।

তিনি জামায়াতকে ভণ্ডামি বন্ধ করার আহ্বান জানিয়ে বলেন, “বাংলাদেশের মানুষ ভণ্ডামি সহ্য করবে না। তারা আসল চেহারা চিনে ফেলেছে। আমরা গুলি খেয়েছি, নিহত হয়েছি, গুম হয়েছি, জেলে গিয়েছি, সব ধরনের অত্যাচার সহ্য করেছি। কিন্তু আওয়ামী লীগের লুঙ্গির তলে লুকিয়ে রাজনীতি করিনি। বিএনপি কখনো নাম-পরিচয় লুকিয়ে রাজনীতি করে না।”

তিনি আরও বলেন, “আজকে বাংলাদেশে দেশপ্রেমিক ও জনগণের সবচেয়ে বড় দল হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আমরা কোনো বিদেশি শক্তির দালালি করি না। আমাদের দুর্বল ভাবার সুযোগ নেই। আমরা আন্দোলনের জন্য প্রস্তুত রয়েছি।”

ঢাকা মহানগর বিএনপির নেতাদের প্রসঙ্গে তিনি বলেন, “আমাদের নেতা রফিকুল আলম মজনু, তানভীর আহমেদ রবিনসহ মহানগরের নেতারা অতীতে আন্দোলনের ডাক দিয়েছেন। ছাত্রদল থেকে শুরু করে সব পর্যায়ের নেতাকর্মীরা ছাত্রজনতার অভ্যুত্থানে সর্বাত্মকভাবে কাজ করছে। আন্দোলন হবে ছাত্রদের ব্যানারে, আর সেই সিদ্ধান্ত কেন্দ্রীয়ভাবে নিয়েই বাস্তবায়ন করা হয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts