0 Comments

গাজীপুরের শ্রীপুর উপজেলায় মাইকে ঘোষণা দিয়ে চাঁদাবাজি এবং প্রকাশ্যে অস্ত্রের মহড়ার ঘটনায় উপজেলা যুবদলের নেতা মো. জাহাঙ্গীর আলম পিন্টুকে দলের প্রাথমিক পদ বাতিলসহ বহিষ্কার করেছে কেন্দ্রীয় যুবদল।

শনিবার রাতে সংগঠনের কেন্দ্রীয় সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে, শনিবার বিকেলে শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের এমসি বাজারে অভিযুক্ত যুবদল নেতার নেতৃত্বে প্রকাশ্যে অস্ত্রের মহড়া দেওয়া হয়। এসময় হ্যান্ডমাইকে চাঁদাবাজির ঘোষণা দিয়ে দোকানিদের জিম্মি করে টাকা-পয়সা লুটপাট করা হয়।

এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় ব্যাপক সমালোচনা। এতে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। দ্রুত সময়ের মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন সাধারণ জনগণ।

এ বিষয়ে উপজেলা যুবদলের আহ্বায়ক সারোয়ার হোসেন শেখ বলেন, ‘আজ উপজেলার এমসি বাজারে যুবদল নেতা জাহাঙ্গীর আলম হ্যান্ডমাইকে চাঁদাবাজির ঘোষণা দেয়। বিষয়টির সুস্পষ্ট অভিযোগ পাওয়ার পর কেন্দ্রীয় যুবদল তাঁকে বহিষ্কার করেছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts